জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুর উপজেলার পৌর এলাকার শেরপুর গ্রামের বাসিন্দা ও জগন্নাথপুর জগন্নাথপুর সংবাদপএ বিক্রেতা নিকেশ বৈদ্যের মা সাবিত্রী রানী বৈদ্য (৮৫) গুরুত্বতর অসুস্থ তিনি দীর্ঘদিন ধরে জরায়ু ক্যানসারে ভূগছেন । দেশ বিদেশের সকলের সাহায্য কামনা করেছে তার পরিবারের বড় ছেলে নিকেশ বৈদ্যে। তিনি সকলের উদ্দেশ্যে বলেন
ডাক্তারের নির্দেশনা অনুযায়ী চিকিৎসা করাতে আমার পক্ষে সম্ভব নয় গত মার্চ থেকে জগন্নাথপুর উপজেলাতে পএিকা বন্ধ পএিকা বেচে চিকিৎসা চালাতে আমার পক্ষে সম্ভব নয়, আমার মা কে বাঁচাতে দেশ এবং দেশের বাহিরের সকল হৃদয় বান ভাই-বোনদের কাছে সাহায্যের জন্য আমি হাত বাড়িয়েছি দয়াকরে আপনারা একটু হলেও সাহায্যের হাত বাড়িয়ে দিন যার তৌফিক যতটুকু আছে সামর্থ্য অনুযায়ী সাহায্য করুন।
নিকেশ বৈদ্যে
যোগাযোগের নাম্বার:বিকাশ ০১৭১৪-৯১১৯৭২
Leave a Reply