সুনামগঞ্জ থেকে:
আগামী ১৬ ডিসেম্বর জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচন করতে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য বিএনপি নেতা আব্দুল মতিন লাকী ১০ ডিসেম্বর দেশে আসছেন। তিনি জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর দক্ষিণপাড়া মুসাফির বাড়ি এলাকার মৃত হাজি ছনর আলীর ছেলে। তিনি পৌরসভাকে একটি আধুনিক পৌরসভায় রূপান্তরিত করার পাশাপাশি পৌর এলাকার গরীব ও অসহায়দের কল্যানে কাজ করার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন। আব্দুল মতিন লাকী উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক, উপজেলা যুব দলের সাবেক যুগ্ম আহবায়ক, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ও স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ছিলেন। তাছাড়া তিনি লন্ডন বল্টন ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি, হবিবপুর জনকল্যান ট্রাস্টের ট্রেজারারের দায়িত্ব পালন করে আসছেন।
Leave a Reply