ঠাকুরগাঁও প্রতিনিধি::
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করে বর্ণচোরা দলে পরিণত হয়েছে।
বুধবার (৯ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ মুখে বলে এক কথা, কাজ করে আরেকটা।
বিএনপি মহাসচিব আরও বলেন, বর্তমান সরকার মৌলবাদকে উসকে দিয়ে বিএনপির ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। তারা যেন রাজনৈতিক ফায়দা লুটতে পারে এবং বিরোধী দলকে নিঃশেষ করতে পারে সেজন্যই তাদের এ অপচেষ্টা।
বিএনপির সঙ্গে মৌলবাদের রাজনীতির সম্পর্ক নেই বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
Leave a Reply