মুহিবুর রেজা টুনু সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দিরাই উপজেলায় গাছের সাথে ধাক্কা লেগে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহতের নাম মো. আনোয়ার মিয়া(২৭)। সে পাশর্^বর্তী শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের মার্কুলী গ্রামের মো. হারুন মিয়ার ছেলে আনোয়ার মিয়া।
আজ শুক্রবার বিকেলে উপজেলার চাকুয়া গ্রামের পাশে পদ্মবিলের কাছে নিয়ন্ত্রন হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লেগে সে গুরুতর আহতহন ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় সহপাঠির দুইটি মোটরসাইকেল নিয়ে দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের পদ্মবিলের পাশে প্রতিযোগীতা করার সময় একজন আরেকজনকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সাথে ধাক্কা লেগে এক মোটর সাইকেলের চালক আনোয়ার মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ সন্ধ্যায় মারা যান।
এ ব্যাপারে শাল্লা থানার অফিসার ইনচার্জ নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দিরাই উপজেলার পাশে চরনারচর ইউনিয়নের পদ্মবিলের নিকট এই দুর্ঘটনাটি ঘটে।
Leave a Reply