দেশ বাংলা ডেস্ক::
আসছে কন্ঠশিল্পী বিপ্লবের একক অ্যালবাম ‘একটু মায়া হয় না’
‘একটু মায়া হয় না’শিরোনামে উদীয়মান কন্ঠশিল্পী বিপ্লব’র নতুন গান আসিতেছে। এর কথা ও সুর করেছেন কন্ঠশিল্পী নিজেই এবং সংঙ্গীত আয়োজন করেছেন এ.আর সারোয়ার। এএইচবি প্রডাকশনের ইউটিউব চ্যানেলে গানটি শীঘ্রই মক্তি দেওয়া হবে বলে জানান বিপ্লব।
তিনি বলেন, দর্শক উপযোগী করে গানটি করেছি। আশা করি এটি সকলের কাছে ভালো লাগবে। সকলের দোয়া ও ভালোবাসা নিয়ে অনেক দূর এগিয়ে যেতে চাই।
সূত্র একটিভ নিউজ
Leave a Reply