রিয়াজ রহমান, জগন্নাথপুর(সুনামগঞ্জ)- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের ঐয়ারকোণা গ্রামে পুলিশের নিকট থেকে ডাকাতির মামলার ওয়ারেন্টভূক্ত আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় পুলিশ এসল্ট মামলার ৪৮ আসামি থানায় এসে আত্মসমর্পণ করেছে। আজ ২৩ মার্চ মঙ্গলবার সকালে আসামিরা থানায় এসে আত্মসমর্পণ করে। পরে জগন্নাথপুর থানা পুলিশ তাদের জেল হাজতে পাঠায়।
জগন্নাথপুর থানা পুলিশ সূত্রে জানাযায়, গত ১৪ মার্চ থানার এসআই শহিদুল ইসলামের নেতৃত্বে তিন পুলিশ সদস্য উপজেলার আশারকান্দি ইউনিয়নের ঐয়ারকোণা গ্রামের মৃত ইছকন্দর আলীর ছেলে ডাকাতি ও গণ ধর্ষণ মামলার ওয়ারেন্টভূক্ত আসামি আব্দু হাশিম (৪৫)কে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় আসামির লোকজন সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়া পরিহিত অবস্থায় আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। এঘটনায় হামলার শিকার থানার এস আই শহিদুল ইসলাম বাদী হয়ে ৫৩ জনের বিরুদ্ধে থানায় পুলিশ এসল্ট মামলা দায়ের করলে পুলিশ চার জনকে গ্রেপ্তার করেন। গত ১৯ মার্চ ছিনিয়ে নেওয়া আসামি আব্দুল হাশিম কে পুলিশ সিলেট থেকে গ্রেপ্তার করেন। আসামী ছিনিয়ে নেওয়ার পর সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান ও জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী এলাকাবাসীকে নিয়ে স্থানীয় শান্তির বাজারে অপরাধ দমনে এক সভা করেন। তাদের আহ্বানে সাড়া দিয়ে এলাকাবাসী আসামিদের ধরিয়ে দিতে সহযোগিতার আশ্বাস দেন। যার প্রেক্ষিতে এলাকাবাসীর সহায়তায় থানায় এসে আসামিরা আত্মসমর্পণ করে।
Leave a Reply