জগন্নাথপুর অফিস– জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বৈশা ও চাতল বিল সেচে প্রভাবশালী ব্যাক্তিরা বোর ফসলের ক্ষতি করেছেন বলে অভিযোগ দায়ের করেছেন উপজেলার বাগময়না গ্রামের মৃত হাজি ছোয়াব উল্ল্যার পুত্র ছানু মিয়া। আজ ৩ রা এপ্রিল শনিবার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর তিনি এই অভিযোগ দায়ের করেন । অভিযোগে উল্লেখ করেন আমার মালিকানা ভুমির নিকটবর্তী সরকারি জলমহাল বৈশা ও চাতল বিল রয়েছে। বাউধরন গ্রামের প্রভাবশালী সজ্জাদ খা ও তার পুত্র হবিব খা, ছমরু মিয়ার পুত্র মাসুক মিয়া, খাগাউড়া গ্রামের সাবাজ উল্ল্যার পুত্র গোলাপ মিয়া সহ ১০/১৫জন লোক জোর পূর্বক ৫টি সেচ মিশিন দিয়ে জলমহালগুলো শুকিয়ে নিচ্ছে। জলমহালগুলো শুকিয়ে নেয়ার কারনে আমার মালিকানা বোরো ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। উল্লেখ্য জলমহালগুলোর আশ পাশে বাউধরন, খাগাউড়া,স্বজনশ্রী, বাগময়না সহ বিভিন্ন গ্রামের কৃষকদের প্রায় দেড়শ একর বোরো ফসল রয়েছে।উল্লেখিত প্রভাবশালীরা জলমহালগুলো শুকিয়ে মাছ ধরার কারনে আমাদের ফসল বর্তমানে ক্ষতির সম্মুখীন। আমরা কৃষকেরা এতে বাঁধা নিষেধ দিলে যে কোন ধরনের সংঘষের আশংকা রয়েছে। এই বিষয়ে তদন্তক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য তিনি দাবী জানান।
Leave a Reply