স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই গ্রামের বাসিন্দা সালিশি ব্যক্তিত্ব ও উপজেলা জাতীয় পার্টি নেতা ও সালিশি ব্যক্তিত্ব মতিউর রহমান (৬৫) আর নেই । ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার দিবাগত রাত ১২ টা ১০ মিনিটের সময় সিলেট নগরীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান সহ অসংখ্যা আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। ইকড়ছই মাদ্রাসা প্রাঙ্গনে তিনির জানাযা অনুষ্ঠিত হয় উক্ত জানাজায় ইমামতি করেন উনার ছোট ছেলে আমিনুর রহমান হিমেল । জানাজা শেষে উনাকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে । জানাজায় বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান অংশ নেন।
এদিকে, তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ জানিয়েছেন- জগন্নাথপুর পৌরসভার মেয়র আক্তার হোসেন, সাবেক মেয়র মিজানুর রশীদ ভুঁইয়া, সাবেক পৌর প্রশাসক শাহ মুকিত মিয়া, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভুঁইয়া,বাংলাদেশ টেলিভিশনের সিলেট প্রতিনিধি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা , বনিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূঁইয়া, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সেক্রেটারি জাহির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, উপজেলা আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম বকুল, সাবেক পৌর কাউন্সিলর লুৎফুর রহমান, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র-১ সাফরোজ ইসলাম মুন্না,কাউন্সিলর সোহেল আহমেদ,জালালাবাদ গ্যাস সিবিএ’র সাবেক সেক্রেটারি শামসুল হক,জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, যুক্তরাজ্য বিএনপি নেতা মির্জা জুয়েল আমীন,জালালাবাদ সিন্ডিকেট লিঃ এর পরিচালক শাহ শেরওয়ান কামালী, প্রবীণ সাংবাদিক চৌধুরী আমিরুল ইসলাম এহিয়া, জগন্নাথপুর উপজেলার জাতীয় পার্টির সভাপতি ও সাবেক কাউন্সিলার খলিলুর রহমান , জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জগনাথপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম লাল, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ নেতা মাসুম আহমেদ,উপজেলা যুব লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না,জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন,জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ছালিক আহমদ পীর, জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের পরিচালক জামাল উদ্দিন বেলাল, জগন্নাথপুর নিউজ ডটকম এর বার্তা সম্পাদক ও সিলেট জেলা প্রেসক্লাব সদস্য আমিনুল হক সিপন, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সাবেক সেক্রেটারি দেলোয়ার হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকমল হোসেন ভুঁইয়া, তরুণ সংগঠক এম. শামীম আহমেদ,বঙ্গবন্ধু সৈনিক লীগ সভাপতি ফরুক তালুকদার, উপজেলা ছাত্রদল নেতা সাফিদুল ইসলাম সিহাব প্রমুখ।
Leave a Reply