মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের জগন্নাথপুর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে নয় ব্যবসায়ীকে ৪ হাজার ৯০০ শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আজ ১১ জুলাই রবিবার বিকালে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাসের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে চলমান লকডাউনে সরকারী বিধিনিষেধ অমান্য করে দোকান খোলা রাখার দায়ে এই জরিমানা করা হয়।
জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস এর সত্যতা নিশ্চিত করে বলেন, চলমান লকডাউনে সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নের লক্ষ্যে আমরা সব সময় মাঠে কাজ করে যাচ্ছি।
Leave a Reply