মোঃ আলা উদ্দিন, দোয়ারাবাজার প্রতিনিধিঃ
দোয়ারাবাজারে পানিতে ডুবে ফারিয়া নামের ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকালে নিজ বাড়ীর পার্শ্ববর্তী ডোবায় বন্যার পানিতে খেলতে গিয়ে পানিতে ডুবে সে মারা যায়। ফারিয়া বেগম(৪) উপজেলার ৪নং মান্নারগাও ইউনিয়নের হাজারীগাও গ্রামের আফিজ আলীর মেয়ে।
মৃতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার বিকালে বাড়ির পার্শ্ববর্তী ডোবায় বন্যার পানিতে খেলতে যায় কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে বাড়ির আশপাশের এলাকায় খোঁজাখুজি শুরু করে পরিবারের লোকজন। এক পর্যায়ে বাড়ির পার্শ্ববর্তী ডোবা থেকে তাকে মৃত উদ্ধার করা হয়।
দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর সত্যতা নিশ্চিত করে জানান, ফারিয়া নামের ৪ বছর বয়সী এক শিশু ডোবার পানিতে ডুবে মারা গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Leave a Reply