হৃদয় এস এম শাহ্-আলম মাধবপুর প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর স্পোর্টস একাডেমীর পক্ষ থেকে জগদীশপুর জেসি হাই স্কুল এন্ড কলেজ মাঠে (রবিবার ০৫ সেপ্টেম্বার) সকালে দুইদিন ব্যাপী জগদীশপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের কিশোরদের মাঝে খেলনা সামগ্রী ও সকল প্রকার সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
পরে একাডেমীর প্রতিষ্ঠা সভাপতির বক্তব্যে জানা যায় যে,তিনি গত ০৬ মাস আগে উল্লেখীত নামের একাডেমীটির কার্যক্রম শুরু করেন।তিনি আরো বলেন,জগদীশপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে ১১ বছর থেকে ১৮ বছর বয়সী ছেলেরা বাজে আড্ডা ও মাদকের দিকে দিন দিন আসক্ত হয়ে যাচ্ছে,তাই আমি খেলা ও বিনোদনের মধ্য দিয়ে তাদের কে ফিরিয়ে আনতে সক্ষম হয়।এতে দেখা যাচ্ছে এখন আর বাজে আড্ডায় না বসে এখন পড়াশোনার পাশাপাশি খেলার মধ্যে মনোযোগ বাড়ছে।এতে তাদের অভিভাবকরাও খুব খুশি।
উল্লেখীত বিষয় একাডেমীর সাধারণ সম্পাদক জানান যে,আমি গত দীর্ঘ দিন যাবত চোখে পড়ল যে এলাকার প্রায় কম বয়সের ছেলেরা মাদকের দিকে আসক্ত হয়ে যাচ্ছে,পরে একাডেমীর সভাপতি সহ অনেক কে নিয়ে আমরা উল্লেখীত একাডেমিটি স্হাপন করি,এতে এলাকার ০৮ বছর থেকে ১৮ বছর বয়সী ছেলেদের মাঝে বিজ্ঞ প্রশিক্ষক দ্বারা ফ্রি ভাবে খেলা প্রশিক্ষণ দেওয়া হয়।এতে প্রতিটি ছাত্র কে জার্সি সহ খেলার সকল প্রকার সরঞ্জাম দেওয়া হয়েছে।খেলনার সকল সরঞ্জাম মোট এই পর্যন্ত ১৫০ জনদের মাঝে দেওয়া হয়েছে।
খেলনা সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন জগদীশপুর স্পোর্টস একাডেমীর প্রতিষ্ঠান সভাপতি আমিনুল আনোয়ার মিটু,সাধারণ সম্পাদক আবাদুল আনোয়ার মিটু, ক্রিয়া অনুরাগী এস আই টুটুল,ক্রিয়া প্রশিক্ষক মোস্তফা কামাল,আব্দুল পলাশ সহ প্রমুখ জন।
Leave a Reply