হবিগঞ্জের প্রতিনিধি::
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে প্রাইমারি স্কুলের নৈশ প্রহরী স্বামী প্রেমিকাসহ গ্রেফতার হয়েছেন।
রবিবার বিকেলে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে মামলার প্রেক্ষিতে শনিবার দিবাগত রাতে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেবের নেতৃত্বে পুলিশ রেলওয়ে কলোনীতে অভিযান চালিয়ে ওই দুইজনকে আটক করে।
পুলিশ সূত্র জানায়, কয়েক বছর পূর্বে আয়েশা আক্তার রিতার সাথে দপ্তরী নূর আলমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি নেমে নিতে পারছিলেন না নূর আলমের স্ত্রী পারভীন আক্তার। এনিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় সময় ঝগড়া হতো।
এক পর্যায়ে ১৯ আগস্ট নূর আলমের প্ররোচনায় পারভীন আক্তার (৩৬) বিষপান করেন। তাৎক্ষণিক তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু পুরোপুরি সুস্থ না হয়ে বাড়িতে ছিলেন পারভীন। ৩ সেপ্টেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্তায় তিনি মারা যান। পরে ৪ সেপ্টেম্বর পারভীনের বাবা মোহাম্মদ আলী বাদী হয়ে তার জামাতা নুর আলম ও আশা আক্তার রিতা কে আসামী করে শায়েস্তাগঞ্জ থানায় মামলা করেন।
আটককৃতরা হলেন- হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে কলোনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ প্রহরী নূর আলম (৪১) ও তার প্রেমিকা রেলওয়ে কলোনীর আয়েশা আক্তার রিতা (১৬)।
Leave a Reply