হৃদয় এস এম শাহ্-আলম মাধবপুর প্রতিনিধিঃ
হবিগঞ্জ জেলা পুলিশ আয়োজিত মাসিক কল্যাণ সভা (মঙ্গলবার ০৭ সেপ্টেম্বর) সকালে সভাটি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
পরে হবিগঞ্জ জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলীর নেতৃত্বে জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ গণদের সাথে দুর্নীতি মুক্ত ও মাদক মুক্ত করা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়েছে।
উক্ত সভায় হবিগঞ্জ জেলার দ্বিতীয় বারের মতো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে সম্মাননা ক্রেস্ট উপহার পেলেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রাজ্জাক।
জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ কে সম্মাননা ক্রেস্ট উপহার তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণরা।
পরে এ ব্যাপারে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, উপজেলার কুখ্যাত চোর-ডাকাত,মাদক ব্যাবসায়ী এবং বিভিন্ন ধরনের অপরাধী কোন ধরনের ছাড় পাচ্ছেনা।
সে দিকে সকল ধরনের অপরাধীকে পাকড়াও করে আইনের হাতে সোপর্দ করা হচ্ছে।অত্র উপজেলার সকল শ্রেণী-পেশার মানুষের সহযোগিতায় মাধবপুর উপজেলার বিভিন্ন স্থানের দাঙ্গা,মাদক ও সকল ধরনের অপরাধ থেকে মুক্ত করে একটি শান্তির জনপদ হিসেবে স্থাপন করতে আমাদের মাধবপুর থানা পুলিশের বিভিন্ন টিম দিনরাত কাজ করে যাচ্ছে।
তিনি আরো বলেন যে,কোন ভালো কাজে পুরস্কারপ্রাপ্তি অবশ্যই কাজের স্পৃহা বাড়িয়ে তুলে।আমরা আনন্দিত এবং আমাদের সুযোগ্য এসপি মহোদয়ের নিকট কৃতজ্ঞতা প্রকাশ।
Leave a Reply