হবিগঞ্জ প্রতিনিধি::
হবিগঞ্জ শহরের আমির চাঁন কমপ্লেক্সের বাসা থেকে জলি (২৪) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
(৮ সেপ্টেম্বর) বুধবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়।
সদর থানার এস আই উৎসব কর্মকারের নেতৃত্বে একদল পুলিশ তার লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, নবীগঞ্জ উপজেলার বড়চর গ্রামের লিবিয়া প্রবাসী নজরুল আমিনের স্ত্রী জলি (২৪) তার মামার বাসায় হবিগঞ্জ শহরের আমির চাঁন কমপ্লেক্সে বেড়াতে আসে। রাতে সে তার স্বামীর সাথে ফোনে কথা বলছিল। ধারণা করা হচ্ছে, স্বামীর সাথে অভিমান করে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
পরে পুলিশ কে খবর দিলে সদর ওসি মাসুক আলী ঘটনাস্থল যান এবং দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
Leave a Reply