মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কামারখাল গ্রামের কৃতিসন্তান, মরহুম অালহাজ্ব অাব্দুল হাসিম চেয়ারম্যান সাহেবের ঘনিষ্ঠজন, বিশিষ্ট শিল্পপতি, সমাজ সেবক ও শিক্ষানুরাগী, লন্ডন প্রবাসী, কমিউনিটি লিডার জনাব অাক্তারুজ্জামান সাহেব,
অাজ ০২ রা অক্টোবর শনিবার দুপুর ১২ ঘটিকায় জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া হামিদিয়া ইসলামিয়া মহিলা মাদরাসা কামারখালে অাগমন উপলক্ষে এক সংবর্ধনার অায়োজন করা হয়েছে।
উক্ত সংর্ধনায় অারো সংবর্ধিত হিসেবে উপস্হিত ছিলেন, কামারখালের কৃতিসন্তান, প্রবাসী কমিউনিটি নেতা জনাব শামছুজ্জামান (জামান) এবং সম্ভব্য চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট রাজনিতীবিদ, জনাব অাব্দুস সোবহান।
এসময় উপস্হিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,এবং মাদরাসার শিক্ষক মন্ডলীগন।
জনাব অাক্তারুজ্জামান সাহেব তার বক্তব্য বলেন, জনাব মরহুম অাব্দুল হাসিম চেয়ারম্যান সাহেবের শেষ সপ্ন ছিলো এই মহিলা মাদরাসা, যেকারনে অামরা তার এই সপ্ন বাস্তবায়নে এগিয়ে অাসতে হবে , কারন তিনি ছিলেন অামাদের গ্রাম তথা অত্র এলাকার গর্বিত সন্তান, উনার মাধ্যমে কলকলি ইউনিয়নের অনেক উন্নয়ন হয়েছে, তার রেখে যাওয়া এই মাদরাসার উন্নয়নে অত্র এলাকার দেশী বিদেশী সকলকে এগিয়ে অাসার অাহব্বান জানান।
তিনি তার ব্যক্তিগত পক্ষ থেকে ১ লক্ষ টাকা দেওয়ার ওয়াদা করেছেন।
এবং মাদরাসার ২য় তলার কাজ শুরু হলে সহযোগিতা করার আশ্বাস দেন ।
দোয়া করি আল্লাহ যেনো তার এই দানকে কবুল করেন।
Leave a Reply