শামছুল আলম আখঞ্জী তাহিরপুর প্রতিনিধি::
মেঘালয়ের গা ঘেঁষে’ মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ এক স্বর্গ রাজ্য (শহীদ সিরাজ লেক)’ নীলাদ্রি লেক এর পাশেই, নির্মাণাধীন ট্যাকেরঘাট পরিদর্শন বাংলোর শুভ উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম।
আজ বুধবার (৬অক্টোবর) দুপুর ১টা ৩০ মিনিটের সময় উদ্বোধনের কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উদ্বোধন কালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধরী বাবুল,নির্বাহী কর্মকর্তা রায়হান কবির ,উপজেলা সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিসেট্রটের আলা উদ্দিন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রৌজ আলী,বীর মুক্তিযোদ্ধা শাহানূর মিয়া, উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী খসরুল আলম , বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক সুবাস পুরকায়স্থ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দসহ অন্যান্য প্রমুখ ।
Leave a Reply