হবিগঞ্জ প্রতিনিধিঃ
মানবিক ও সমাজসেবা সংগঠন আলোর দিশারী মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের রামেশ্বর গ্রামের হতদরিদ্র গর্ভবতী মহিলাকে আর্থিক অনুদান প্রদান করেছে।এ উপলক্ষে আজ(শুক্রবার) সকাল ১১ টায় রামেশ্বর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সংক্ষিপ্ত পরিসরে অনুদান প্রদান অনুষ্টানের আয়োজন করা হয়। অনুষ্টানে রামেশ্বর গ্রামের নানু মিয়ার মেয়ে শারমিন বেগমের হাতে আলোর দিশারী সংগঠনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা অনুদান তুলে দেওয়া হয়।এসময় অন্যান্যের মধ্যে বিশিষ্ট সমাজ সেবক মোঃ মাতু মিয়া, রাজিব রায়,আব্বাস মিয়া,ইউসুফ মিয়া ও আব্দুল খালেক প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোর দিশারী সংগঠনের সভাপতি মোঃ সুমন হক জানান প্রয়োজনে পরবর্তী সময়েও সংগঠনটি আর্থিক সহযোগীতা নিয়ে শারমিন বেগমের পাশে দাঁড়াবে।
Leave a Reply