বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের বড়কাপন গ্রামের নুর মিয়ার সঙ্গে প্রায় ১০ বছর পূর্বে বিয়ে হয় জগন্নাথপুর পৌরসভার ইকড়ছই গ্রামের মৃত মকদ্দুছ মিয়ার মেয়ে শিপা বেগমের।
বিয়ের পর চার কন্যা স্থানের জন্ম হয় তাদের। পরপরই চার কন্যার জন্ম কে কেন্দ্র করে শিপার স্বামী সুমন মিয়া শুরু করে শিপার উপর নির্যাতন। শিপা বেগমের মা মেয়ের সংসারে সুখ ফেরাতে মেয়ের জামাইকে দুই লাখ টাকা ব্যবসার জন্য ধার দেন। ধারকৃত টাকা ফেরত চাইলে ফের শুরু হয় চার কন্যা সন্তানের জননীর ওপর নির্যাতন। এক পর্যায়ে নির্যাতন সইতে না পেরে গত শুক্রবার বিষপান করে আত্মহত্যা করেন। এ ঘটনায় রাতেই স্বামী সুমনকে আটক করা পুলিশ।
জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ওই গৃহবধূর মা মনু বেগম বাদী হয়ে মেয়ের জামাই ও ভাসুরকে আসামী করে আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করেন। শিপার স্বামীকে শুক্রবার গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply