বিশেষ প্রতিনিধি: জগন্নাথপুরের রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ সচিব আব্দুল গফুর কর্তৃক সরকারি গাছ কর্তনে ঘটনা তদন্ত করে ব্যবস্থা গ্রহনের জন্য এলাকাবাসী দাবী জানিয়েছেন। নাম প্রকাশ না করা শর্তে এলাকাবাসী জানান সরকারী ছুটির দিনে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ইউ/ পি সচিব আবদুল গফুর সরকারের কাছ কেটে নিলেও এখন ও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন করা হয় নাই। এতে করে সরকারী রাস্তার গাছ যে কেউ কেটে নিয়ে যেতে পারে। এলাকাবাসী গাছ কর্তনের বিষয় তদন্ত ক্রমে ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দাবী জানিয়েছেন। উল্লেখ্য, শনিবার (৪ জানুয়ারী) জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর দক্ষিনপাড়া সড়কের পাশে রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সচিবের আলিশান বাসার সৌন্দর্য্য বর্ধনে জন্য বাসার সামনে সরকারি সড়কে থাকা মূল্যবান গাছ কর্তন করে নিয়ে যায় ইউনিয়ন সচিব আব্দুল গফুর।
Leave a Reply