জগন্নাথপুর অফিস: জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর গ্রামবাসীর উদ্যোগে ২০২০হবিবপুর ফুটবল টুর্নামেন্ট ২-০ গোলে জগদল একাদশকে হারিয়ে সংঙ্গের সাথী সিলেট বিজয়ী হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৩টায় হবিবপুর স্টেডিয়ামে অনুষ্টিত খেলাটি উপভোগ করতে হাজারো দর্শকের সমাগম ঘটে। আগামীকাল বৃহস্পতিবার রয়েল এফসি সিঙ্গেরকাছ বনাম আছিমপুর একাদশের মধ্যে খেলা অনুষ্টিত হবে বলে খেলা পরিচালনা কমিটির সভাপতি সাবেক কৃতি ফুটবলার মো: আবিবুল বারী আয়হান জানিয়েছেন।
Leave a Reply