স্টাফ রিপোর্টার: জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে আওয়ামী লীগ নেতা রানীগঞ্জ কলেজের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী হাজি মো: মকবুল হোসেন প্রার্থীতা ঘোষনা করেছেন। তিনি সরকারের উন্নয়ন কর্মকান্ডের পাশাপাশি শিক্ষা ও সামাজিক উন্নয়নেও অবদান রেখে যাচ্ছেন। স্থানীয় নেতাকর্মীরা জানান, আওয়ামী লীগ পরিবারের সন্তান হাজি মকবুল হোসেন দলীয় বিভিন্ন কর্মকান্ডে অগ্রভাগে রয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে পদ পদবী ছাড়াই দলের ত্যাগী নেতা হিসেবে উল্লেখ্য যোগ্য অবদান রেখে যাচ্ছেন। দুর্নিতীমুক্ত ক্লিন ইমেজের নেতা মো: মকবুল হোসেনকে রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করলে দলীয় কর্মকান্ড গতিশীল ও দলীয় সুনাম অক্ষুন্ন সহ নেতাকর্মীদের মধ্যে প্রান চাঞ্চল্য ফিরে আসবে বলে নেতাকর্মীরা জানিয়েছেন।
Leave a Reply