স্টাফ রিপোর্টার: জগন্নাথপুর-রসুলগঞ্জ সড়কের পৌর শহরের কেশবপুর এলাকায় আজ রবিবার সন্ধ্যা ৭ টায় ট্রাক্টর- টমটম গাড়ির মুখোমুখি সংঘর্ষে মিলাল উদ্দিন(৩৫) ঘটনাস্থলেই প্রান হারিয়েছেন। সে উপজেলার পাটলী ইউনিয়নের নন্দিরগাঁও গ্রামের মৃত নোয়াব আলীর ছেলে। এসময় টমটম গাড়িতে থাকা পৌর শহরের কেশবপুর এলাকা বাসিন্দা সাবেক কমিশনার মাসুক মিয়া(৬০), সাচায়ানী গ্রামের আনজব আলীর স্ত্রী সুফিয়া বেগম(৪২), হেমেন্ত কুমারের ছেলে সম্পদ কুমার (৫০)ও প্রভাকরপুর গ্রামের রিয়াসত উল্লার ছেলে হারুন মিয়া(৬৫) আহত হয়েছেন। এদের মধ্যে মাসুক মিয়া, হারুন মিয়া ও সুফিয়া বেগমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। স্থানীয় লোকজন ট্রাক্টরকে আটক করলেও ঘাতক চালক পালিয়ে যায়। প্রত্যেক্ষদর্শীরা জানিয়েছেন, টমটম গাড়িটি জগন্নাথপুর থেকে যাত্রী নিয়ে এরালিয়া বাজারে যাওয়ার পথে কেশবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
Leave a Reply