স্টাফ রিপোর্টার: জগন্নাথপুরে সুদখোরদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে এলাকাবাসী অভিযোগ দায়ের করেছেন। বুধবার জগন্নাথপুর গ্রামবাসীর পক্ষে আতাউর রহমান সহ ৯জন স্বাক্ষরিত অভিযোগটি দায়ের করা হয়। অভিযোগে উল্লেখ করা হয়, আমরা নিম্ন আয়ের মানুষ আর্থিক ভাবে সমস্যা পড়লে জগন্নাথপুর পৌর এলাকার জগন্নাথপুর গ্রামের সুধন মিয়ার স্ত্রী সাহেরা বেগম ওরপে পুলিশনী ও তার জামাতা বাবুল মিয়া ও মেয়ে মমিনা বেগম এর নিকট থেকে চড়া সুদে ঋন নিয়ে থাকি। আর্থিক অসুবিদার কারনে নির্দিষ্ট সময়ের মধ্যে সুদের টাকা পরিশোধ করিতে না পারিলে আমাদেরকে অশ্লিল ভাষায় গালিগালাজ ও বিভিন্নভাবে হয়রানী করে থাকে। সাহেরা বেগমের মেয়ে সেলিনা বেগম পুলিশে চাকুরী করার কারনে সুদের টাকা আদায় করতে তার মেয়ের মাধ্যমে আমাদের পুলিশের ভয় দেখিয়ে চড়া সুদ আদায় করে থাকেন। তাদের সুদের টাকা পরিশোধ করতে ইতিমধ্যে অনেকেই বাড়ি ঘর বিক্রি করতে বাধ্য হয়েছেন। যাহা তদন্ত করলে বেরিয়ে আসবে। অভিযোগে আরো উল্লেখ করা হয়, সরকার জেলা এবং উপজেলা পর্যায়ে সুদখোরদের তালিকা করতে নির্দেশ দিলেও উপরোক্ত সুদখোরেরা তাদের অবৈধ সুদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন। তদন্ত করে সুদখোরদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনে দাবী জানিয়েছেন এলাকাবাসী।
Leave a Reply