জগন্নাথপুর অফিসঃ জগন্নাথপুরে করোনা ভাইরাসে মৃত উপজেলার পাটলী ইউনিয়নের সাতহাল গ্রামের সোনারা বেগমর বাড়িতে উপস্থিত হয়ে তারআত্মীয়-স্বজনকে বাধ্যতামূলক ১৪(চৌদ্দ)দিনের কোয়ারেন্টাইন এ পাঠান জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো: ইয়াছির আরাফাত। কোয়ারেন্টিনের শর্ত ভঙ্গ করলে দন্ডবিধি,১৮৬০ এর ২৬৯, ২৭০,২৭১ ধারা কঠোরভাবে প্রয়োগের বিষয় ও তিনি মৃত ব্যাক্তির আত্মীয় স্বজনকে সতর্ক করেন।
Leave a Reply