স্টার রিপোর্টার: জগন্নাথপুরে করোনাভাইরাস আতংকে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা এলোমেলো হয়ে গেছে। কিভাবে নিজের পরিবারের লোকজনদের নিরাপদ রাখা যাবে এমন ভাবনাই ঘুরপাক খাচ্ছে উপজেলার জনসাধারনের মাঝে। করোনাভাইরাস সংক্রামক থেকে দূরে থাকার পরামর্শমূলক সরকারী-বেসরকারী প্রচার- প্রচারনা টেলিভিশনের সংবাদ, টকশো, সামামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে দেয়া ষ্ট্যাটাস এবং করোনা ভাইরাসে জগন্নাথপুরের পাটলী এলাকার এক নারীর মৃত্যুর পর থেকে জগন্নাথপুরের মানুষকে আরো বিচলিত করে তুলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনাভাইরাস প্রতিরোধে বিভিন্ন ধরনের আদেশ উপদেশ এখন সাধারন মানুষকে কিংকর্তব্যবিমুঢ় করে তুলছে। কতদিন এ অবস্থা চলতে থাকবে এবং কখনোই বা এ অবস্থা থেকে মানুষ মুক্তি পাবে এ প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে উপজেলার সকল জনসাধারনের মাঝে। ইতিমধ্যেই দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনার পাশাপাশি সব ধরনের সভা-সমাবেশ, গণসংযোগ, গনজামায়েত, বৃহত্তর পরিসরে ধর্মীয় ও সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠান, কমিউনিটি সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে সরকারীভাবে। সর্বক্ষেত্রে এখন সাধারন মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে করোনা ভাইরাস। আর এ বিষয়টিকে পুঁজি করে এক শ্রেনীর মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে কিছু মনগড়া মন্তব্য পোষ্ট করে মানুষের মধ্যে আতংক ছড়াতে ব্যস্ত হয়ে উঠেছে। করোনা ভাইরাসের চেয়ে মানুষের কাছে বেশী ভয়াবহ হয়ে উঠেছে আতংক। অপরদিকে এসব ফেইক আইডি ব্যবহারকারীদের অপপ্রচারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্যের লাগাম ছিড়তে বসেছে। কয়েকদিনের ব্যবধানেই চাল-ডাল, চিনি, পেঁয়াজ-রসুনসহ বেশ কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্যের দাম বাড়তে শুরু করেছে। উপজেলা প্রশাসন দ্রব্য মূল্য নিয়ন্ত্রনে রাখতে ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত রেখে দ্রব্য মূল্য কিছুটা নিয়ন্ত্রনে রেখেছে। এদিকে করোনা ভাইরাসের ভয়ে ঘর ও বাড়ির আঙ্গিনাতেই আটকে গেছে প্রায় সিংহভাগ মানুষের জীবন। খুব বেশী প্রয়োজন ছাড়া মানুষ বাড়ির বাহির হচ্ছেন না। পৌর শহর সহ গ্রাম্য হাট-বাজার যেখানে সকাল থেকে রাত পর্যন্ত মানুষের সমাগম ছিল বর্তমানে এসব স্থানের চিত্র আমুল পাল্টে গেছে। রবিবার এমন চিত্রই ফুটে উঠেছে জগন্নাথপুরে। অফিসগুলোতে জন সমাগম ছিল অত্যান্ত কম। অধিক শতর্কতা অবলম্বনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফজুল আলম মাসুম উপজেলার রাধারমন হল সংলগ্নে হাত ধুয়ার ব্যবস্থা করেন এবং জনসাধারনকে পরিস্কার পরিছন্ন হয়ে অফিসগুলোতে ঢুকার পরামর্শ দেন। পাশাপাশি জগন্নাথপুর থানা প্রশাসনের উদ্যোগে থানায় সেবা নিতে আসা জনসাধারনকে পরিস্কার পরিছন্ন হয়ে থানা প্রবেশের ব্যবস্থা করেছেন। এছাড়াও জগন্নাথপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক শফিক সরকারী নির্দেশনা ও সতর্কমূলক বার্তা জনসাধারনের নিকট পৌছে দিতে দিনভর মাইকিং এর মাধ্যমে প্রচারনা চালিয়েছেন। সরকারের পক্ষ থেকে কাউকে আতংকিত না হয়ে স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মোতাবেক জীবন যাত্রা পরিচালনার জন্য পরামর্ম দেয়া হয়েছে।
Leave a Reply