জগন্নাথপুর অফিস: জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর ১৮ বছর বয়েসী এক তরুনের শরীরে করোনা উপসর্গ পাওয়া গেছে। এ যুবককে আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আইসোলেসন সেন্টার সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে প্রেরন করা হয়েছে। লকডাউন করা হয়েছে আশ পাশের বেশ কয়েকটি বাড়ি।
এলাকাবাসী জানান, নাদামপুর গ্রামের একটি পরিবারের গত ১৭ এপ্রিল নারায়নগঞ্জ থেকে আসে। গ্রামের আসার খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ তাদের ১৪ দিনের হোম কোরেন্টাইনে থাকার নিদের্শ প্রদান করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নেতৃত্বে তাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠঅনো হলে বুধবার দিবাগত রাতে রিপোর্ট আসলে এতে ১৮ বয়সের এক যুবকের শরিরে করোনা পজেটিভ রয়েছে বলে জানাযায়। এ তথ্য পাওয়ার সাথে সাথে উপজেলা প্রশাসন আশ-পাশের বাড়িগুলো লকডাউন ঘোষনা করেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার নিবার্হী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, সহকারী ভূমি কর্মকর্তা ইয়াসির আরাফাত, অফিসার ইনচার্জ মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী সহ প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে করোনায় আক্রান্ত রোগীকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশনে সেন্টারে প্রেরন করেন।
Leave a Reply