তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: তাড়াইল উপজেলা পরিষদ, তাড়াইল থানা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সর্বোচ্চ স্বাস্থ্য সুরক্ষায় তাড়াইল উপজেলায় কর্মরত বিভিন্ন কর্মকর্তা, পুলিশ ও চিকিতসকদের কোভিড-১৯ (নভেল করোনা ভাইরাস) সংক্রমণ প্রতিরোধে পিপিই দিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী ইসমাইল সিরাজি। আজ মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার তারেক মাহমুদ, তাড়াইল থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিসিতসকের হাতে এসব পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই)ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী প্রদান করেন ইসমাইল সিরাজি। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ কর্মী সাদিকুর রহমান জয় ও হিরন মিয়া। এ সময় ইসমাইল সিরাজি বলেন, কোভিড-১৯ (নভেল করোনা ভাইরাস) থেকে বাঁচতে সরকারের নির্দেশনা অনুযায়ী নিজ নিজ ঘরে অবস্থান করা জরুরী। সচেতনতাই হলো করোনা ভাইরাসের আক্রমণ থেকে বাঁচার উপায়। তিনি আরো বলেন,আমার নিজস্ব অর্থায়নে উপজেলায় কর্মরত বিভিন্ন কর্মকর্তাদের নিরাপত্তার জন্য পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী প্রদান করেছি।
Leave a Reply