শাহ্ কবির মিয়া:
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের বনগাঁও, বনগাঁও ষোলঘর ও চাঁনপুর গ্রামের বাসিন্দারা উপজেলা নির্বাহী বরাবরে চানপুর মৌজায় অবস্থিত পতিত ভূমিতে গুচ্ছগ্রাম না করতে লিখিত আবেদন করেছেন। বৃহস্পতিবার (৭ মে) তিন গ্রামের ৪১জন স্বাক্ষরিত আবেদনটি ইউএনও জগন্নাথপুরের ই-মেইলে পাঠিয়েছেন। আবেদনে গ্রামবাসী উল্লেখ করেন ৩ গ্রামে ৬হাজার লোকের বসবাস। গ্রামের পূর্ব দিকে চাঁনপুর মৌজার জেএল নং ৬০, সাবেক দাগ নং ৩৫৭, বর্তমান দাগ নং ২২৫ এ একটি গোচর / পতিত জমি রয়েছে। উক্ত ভুমিতে ৩ গ্রামের লোকজন তাদের গৃহপালিত পশু চড়ান এবং গ্রামের ছেলেরা খেলাধূলা করে থাকে। এছাড়াও ৩ গ্রামের চাষীরা ধানের মৌসুমে ঐ জায়গায় ধান শুকানো এবং মাড়াইয়ের কাজ করে থাকেন। উক্ত ভূমিতে সরকার গুচ্ছগ্রাম স্থাপন করলে ৩ গ্রামের লোকজন নানা ভাবে ক্ষতিগ্রস্থ হবে। আবেদনে আরো উল্লেখ করা হয় গুচ্ছ গ্রাম না করতে এলাকাবাসী মাননীয় পরিকল্পনামন্ত্রীর সুপারিশ সহ জেলা প্রশাসক বরাবরে আবেদন করেন। আবেদনের পর উক্ত ভুমিতে গুচ্ছ গ্রাম নির্মানের কার্যক্রম বন্ধ থাকলেও গত ৬ মে ২০২০ইং তারিখে এলাকাবাসীর সাথে কোন রূপ আলোচনা না করে পুনরায় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উক্ত ভূমি পরিদর্শন করে সীমান নির্ধান করে। এনিয়ে এলাকাবাসীর মধ্যে নানা ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর অসুবিদার কথা বিবেচনা করে গুচ্ছগ্রাম নির্মাণ কাজ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের প্রতি দাবী জানিয়েছেন এলাকাবাসী।
Leave a Reply