স্টাফ রিপোর্টার: করোনা ভাইরাস জনিত কারনে নিন্ম আয়ের জনগোষ্টি, হতদরিদ্র, দু:স্থ, কর্মহীন মানুষের খাদ্য সংকট মোকাবিলায় বাংলাদেশ সরকারের পাশাপাশি বেসরকারী উন্নয়ন সংস্থা আশা সারা দেশের প্রত্যেক জেলা ও উপজেলায় ত্রান সামগ্রী বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার (১৩মে) সুনামগঞ্জের জগন্নাথপুরে ২শত খাদ্য সামগীর প্যাকেট জগন্নাথপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম নিকট হস্তান্তর করেন। জগন্নাথপুর উপজেলায় করোনায় ভাইরাসে কারনে কর্মহীন ক্ষতিগ্রস্ত দরিদ্র ও নিম্নআয়ের পরিবারের মাঝে বিতরনের জন্য আশার পক্ষ থেকে এই ত্রাণ সামগ্রীর প্যাকেট প্রদান করা হয়। এসময় আশার জাউয়া বাজার আঞ্চলিক ম্যানেজার ক্ষিতীশ চন্দ্র দাশ, জগন্নাথপুর ব্রাঞ্চ ম্যানেজার কাঞ্চন কৈরী, সহকারী ব্রাঞ্চ ম্যানেজার রূপজ কান্তি দাশসহ জগন্নাথপুর ব্রাঞ্চের কর্মীরা উপস্থিত ছিলেন। খাদ্য সহায়তার মধ্যে ছিল ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি লবন ও ১ লিটার সোয়াবিন ।
Leave a Reply