করোনা ভাইরাসে প্রাদুর্ভাবে সারা দেশের মানুষ যখন কর্মহীন হয়ে পরিবার পরিজন নিয়ে বিপাকে, ঠিক তখনই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পরিবার প্রতি ২৫০০টাকা করে উপকারভোগীদের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করার ঘোষনা দেয়ায় মানুষের মনে স্বস্থির সুবাতাস বয়ে যায়। নতুন স্বপ্ন দেখতে শুরু করে মানুষ। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যেকে ব্যর্থ করে মানুষের স্বপ্নকে দু:স্বপ্নে পরিণত করে দেয়ার লক্ষ্য নিয়ে যেন কাজ করে যাচ্ছে কিছু অসৎ ও দুর্নিতীবািজ জনপ্রতিনিধি। সরকারের নির্দেশনা অমান্য করে নগদ সহায়তারর অর্থ আত্মসাতের জন্য অপকৌশল অবলম্বন করে উপকারভোগীদের তালিকা প্রনয়ন করছেন। এসব যাচাই করতে গিয়ে বিস্মিত ও বাকরুদ্ধ হচ্ছে যাচাইকারীরা। এসব অনিয়ম তুলে ধরতে দৈনিক দেশবাংলা টুয়েন্টিফোর ডটকমে ধারাবাহিক প্রতিবেদনে আপনার এলাকার তথ্য দিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যেকে বাস্তবায়নে সহযোগিতা করুন। তথ্য দিয়ে সহযোগিতাকারীর পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল নং-01689478267-01747-572462-01720834965
Leave a Reply