জগন্নাথপুর অফিস: জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কালিটেকী গ্রামে সরকারী ভূমি দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে মহিলা সহ ১০জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪জনকে আশংকা জনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে।
এলাকাবাসী সূত্রে জানাযায়, কালিটেকি গ্রামে সরকারী ভুমি নিয়ে পাড়ারগাঁও গ্রামের এরশাদ আলীর ছেলে চন্দন মিয়া ও কালিটেকী গ্রামের তোতা মিয়ার ছেলে এনাম মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে শুক্রবার (২২ মে) বিকেল ৩টায় চন্দন মিয়া সহ তার লোকজন সরকারি ভুমি দখল করতে গেলে প্রতিপক্ষ এনাম মিয়ার লোকজন বাধা দেয়। এনিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষেরর ঘটনা ঘটে। সংঘর্ষে মহিলা সহ ১০জন আহত হন। আহতরা হলেন নেছার আলম (৩০), চন্দন মিয়া (৫৩), রাজ্জাক মিয়া (৩৫), কোকিলা বেগম (৪৮), স্বপ্না বেগম(৫০), আমিনা বেগম (৭০), শাহেনা বেগম ((২৪)। আহতদের মধ্যে নেছার আলম, কোকিলা বেগম, স্বপ্না বেগমকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যান্যদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি সহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
Leave a Reply