স্টাফ রিপোর্টার: জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের ৬নং ওয়ার্ডে অবস্থিত হযরত শাহজালাল (রঃ) এর সফরসঙ্গী হাফেজ ফছিহ (র:) মাজারে রাস্তার মাটি ভরাটের কাজ চলছে দ্রুত গতিতে। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের দেয়া বরাদ্দ দিয়ে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবী বাস্তবায়িত হওয়ায় জনগনের মধ্যে আনন্দ বিরাজ করছে। হাফেজ ফছিহ (র:) মাজারের রাস্তার মাটি ভরাটের কাজ সম্পন্ন করার স্বার্থে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক বড়ফেচী গ্রামের বাসিন্দা সমাজসেবী মো: মসহুদ আহমদকে প্রকল্পের সভাপতি, মাজার উন্নয়ন পরিচালনা কমিটির যুগ্ম সাধারন সম্পাদক শামীম আহমদকে সেক্রেটারী করে ৫সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন আশারকান্দি ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ইউনুছ মিয়া, সহ-সভাপতি মো: ছুরত মিয়া, গ্রাম পুলিশ উজ্জল মিয়া। রাস্তার মাটি ভরাট প্রকল্পের সভাপতি মো: মসহুদ আহমদ জানান, হাফেজ ফছিহ (র:) উত্তরসূরীগণ বংশানুক্রমে মাজার উন্নয়ন কমিটির দায়িত্ব পালন করে আসছিলেন। মাজার উন্নয়ন কমিটির সাধারন সম্পাদক মঈনুল হাসান মঈন দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় তার পরিবর্তে মাজার কমিটির পক্ষ থেকে এই প্রকল্পে মাজারের যুগ্ম সাধারন সম্পাদক শামীম আহমদকে সেক্রেটারী করে প্রকল্প কমিটি গঠন করা হয়েছে। একটি মহল হাফেজ ফছিহ (র:) মাজারের উন্নয়ন কাজকে বাধাগ্রস্থ করতে বিভিন্ন ভাবে অপপ্রচারে লিপ্ত রয়েছে। এলাকাবাসী সহ হাফেজ ফছিহ (র:) এর ভক্তবৃন্দকে অপপ্রচারে বিভ্রান্ত না হতে অনুরোধ জানিয়েছেন মাজারের রাস্তা ভরাট প্রকল্প বাস্তবায়ন কমিটি।
Leave a Reply