স্টাফ রিপোর্টার: জগন্নাথপুরে ভূমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। এসময় উভয় পক্ষের ৪জন আহত হয়েছেন। আহতরা হচ্ছেন সৈয়দ আলমগীর কবির (৫৫) তার স্ত্রী মল্লিকা জান্নাত বেগম (৩৫) মেয়ে স্কুল ছাত্রী ফাতেমা জান্নাত খুশী (১৫) ও সৈয়দ মিজান (২৮)। এদের মধ্যে সৈয়দ মিজানকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে এবং অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এলাকবাসী সূত্রে জানাযায়, হারিকোনা গ্রামের সৈয়দ আরজমন্দ আলীর ছেলে লন্ডন প্রবাসী সৈয়দ আলমগীর কবির ও সৈয়দ আবু নছরের ছেলে সৈয়দ জাহাঙ্গীরের মধ্যে ভুমি সংক্রান্ত পূর্ব বিরোধ চলিয়া আসিতেছে। এরই জের ধরে শনিবার রাত সাড়ে ৮টায় তাদের মধ্যে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। সৈয়দ আলমগীর কবির জানান, সৈয়দ জাহাঙ্গীরের নেতৃত্বে দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে আমার বাড়িতে হামলা চালিয়ে বাড়ির গ্লাস ভাংচুর করে নগদ ৫০হাজার টাকা, ৮ভড়ি স্বর্নালংকার সহ ব্যাপক ক্ষতি সাধন করেন।
এবিষয়ে সৈয়দ জাহাঙ্গীর জানান, আমার চাচাতো ভাই সৈয়দ আলমগীর কবিরের সাথে আমাদের বাড়ির জায়গা জমি নিয়ে বিরোধ রয়েছে। আমার ভাই মিজান আমাদের পুরাতন বাড়িতে গেলে সৈয়দ আলমগীর কবির তাকে মারধোর করছে এমন সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছলে সৈয়দ আলমগীর কবিরের সাথে বাক বিতন্ডার সৃষ্টি হয়। তবে হামলার ঘটনাটি তিনি অস্বীকার করেছেন। এ ব্যাপারে সৈয়দ আলমগীর কবির বাদী হয়ে সৈয়দ জাহাঙ্গীরকে প্রধান আসামী করে ৪জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
Leave a Reply