এম রেজা টুনু : সুনামগঞ্জের দিরাই উপজেলার কালনী নদীতে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবিতে দুইজন যাত্রী মারা গেছেন। তবে নিহতের নাম ও পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
শনিবার সকাল ১১টায় দিরাই শহর থেকে দুটি ছোট নৌকায় করে ১২ জন যাত্রী নিয়ে মারকুলি বাজারে যাওয়ার পথে উপজেলার তাড়ল ইউনিয়নের বাউল সম্রাট শাহ আব্দুল করিমের বাড়ি সংলগ্ন কালনী নদীতে ঝড়ের কবলে পড়ে দুটি নৌকা ডুবে যায় তাতে ১০ জন যাত্রী সাতাঁর কেটে তীরে উঠতে সক্ষম হলেও ২ জন যাত্রী পানির স্রোতের টানে তলিয়ে গিয়ে দুইজন মারা যান। খবর পেয়ে স্থানীয় লোকজন বৈরী আবহাওয়ার মাঝে ও ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।
এ ব্যাপারে দিরাই থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এখনো নিহতের নাম ও পরিচয় জানা যায়নি। তবে ঠিকানা জানার চেষ্টা চলছে।
Leave a Reply