জগন্নাথপুর প্রতিনিধি:: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের ইসহাকপুর এলাকার বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী আলহাজ্ব শাহ নুরুল করিমের মাতা আলহাজ্ব শাহ আব্দুল আজিজ কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্টাতা গুলেস্তা বেগম আজিজ আর নেই (ইন্না-লিল্লাহি……রাজিউন)। শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ৭ টায় তিনি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি ৫ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন। গুলেস্তা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ আলহাজ্ব শাহ আব্দুল আজিজ কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। এদিকে আলহাজ্ব শাহ নুরুল করিমের মাতা গুলেস্তা বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়া, সাধারন সম্পাদক রিয়াজ রহমান সহ প্রেসক্লাব নেতৃবৃন্দ ও জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাব সভাপতি আব্দুল তাহিদ ও সাধারন সম্পাদক মো: হুমায়ুন কবির সহ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ। শোক বার্তায় মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানান।
Leave a Reply