রাহাদ হাসান মুন্না,তাহিরপুর প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় নিম্নআয়ের কর্মহীন হয়ে পড়ে থাকা,হতদরিদ্র বন্যার্ত মানুষজনের মধ্যে,জননেত্রী‘শেখ হাসিনার’ত্রান-তহবিল থেকে বৃহস্পতিবার(১৬ জুলাই) ত্রান-সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ কৃষকলীগের তাহিরপুর উপজেলা শাখার উত্তর বড়দল ইউনিয়নের আহবায়ক ও সাবেক মেম্বার দিলোয়ার হোসেন দুলাল।‘
উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের ১৫০ টি বন্যার্ত হতদরিদ্র পরিবারের মধ্যে ১০ কেজি করে চাউল তুলে দেয়া হয়েছে।‘এসব ত্রান-সামগ্রী বিতরনকালে উপস্থিত ছিলেন,কৃষক লীগের যুগ্ম-আহবায়ক আব্দুল আলী,আক্কাস মিয়া,জহুর মিয়া,জাকির হোসেন,তুরাব আলী,ইসলাম উদ্দিন,আমির আলী,প্রমুখ সহ জনপ্রতিনিধিগন।
Leave a Reply