রাহাদ হাসান মুন্না,তাহিরপুর প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে সারাদেশে এক কোটি বৃক্ষের চারারোপন কর্মসুচি উদ্বোধন করা হয়।এরই ধারাবাহিকতায় (বৃহস্পতিবার ১৭ জুলাই) সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের কাউকান্দি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমেদ মামুনের উদ্যোগে দেশের জয়বায়ু পরিবর্তন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপন করা হয়েছে।‘
বৃক্ষরোপন কালে উপস্থিত ছিলেন,ছাত্রলীগ নেতা আবুসায়েম,সাইফুল ইসলাম,হ্রদয় হাসান,গোলাম কিবরিয়া,সাইদুল ইসলাম,কয়েস আহমদ প্রমুখ।‘
ছাত্রলীগ নেতারা বলেন,’গাছাপালা’ পরিবেশের জন্যে গুরুত্বপুর্ন উপাদান পরিবেশ ভালো রাখতে গাছপালার কোন বিকল্প নেই।অপর দিকে জলবায়ু পরিবর্তনে বৃক্ষরোপন কর্মসুচি পালনের জন্য দেশের সকল নেতাকর্মীদের বিশেষ নির্দেশ প্রধান করা হয়েছে।এরই ধারাবাহিকতায় আমরা ছাত্রলীগ পরিবার বৃক্ষরোপন কর্মসুচি পালন করেছি আমাদের এই ধারা অভ্যাহত থাকবে।
Leave a Reply