জগন্নাথপুর প্রতিনিধি:
জগন্নাথপুরের ভারপ্রাপ্ত ইউএনওর দায়িত্ব পালন করছেন সহকারী কমিশনার (ভুমি) মো: ইয়াছির আরাফাত। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম এর বদলি জনিত কারণে এ পদটি শুন্য হওয়ায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। আজ সোমবার মাহফুজুল আলম মাসুম তার নতুন কর্মস্থলের উদ্দেশ্যে জগন্নাথপুর ত্যাগ করেছেন।
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস ও বন্যা কবলিত এলাকার লোকজনদের জন্য দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইয়াছির আরাফাত। তিনি করোনা আক্রান্ত লকডাউন এলাকাগুলোতে জীবনের ঝুঁকি নিয়ে খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দেয়ার পাশাপাশি বন্যা কবলিত এলাকায় জনসাধারনের মধ্যে ত্রান সামগ্রী পৌছে দিচ্ছেন। উপজেলার ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নে করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের পাশে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা খাদ্য সামগ্রী নিয়ে হাজির হন অসহায়দের মাঝে। তিনি সঠিক ভাবে বিতরণের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগীতার পাশাপাশি উপজেলার কোনো অসহায় মানুষ নির্দিষ্ট নম্বরে কল দিলে নিজেই খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন। গুরুত্বপূর্ন দুটি দপ্তরের দায়িত্বের পাশাপাশি বন্যা কবলিত এলাকার মানুষের কল্যানে নির্লসভাবে কাজ করে যাচ্ছেন।
Leave a Reply