জগন্নাথপুর অফিস:: উন্নত খাবার পরিবেশনের অঙ্গিকার নিয়ে আজ বুধবার সকাল ১০ টায় উদ্বোধন হয়েছে রাজ রেস্টুরেন্টের। জগন্নাথপুর-সুনামগঞ্জ রোডস্থ ইকড়ছই হাজি বাড়ি মার্কেটে সদ্য প্রতিষ্টিত রাজ রেস্টুরেন্টের প্রোপাইটার মো: জাকির হোসেন জানান, রাজ রেস্টুরেন্টের স্বল্প মূল্যে উন্নত পরিবেশে মান সম্মত খাবার পরিবেশন করা হবে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথপুর বাজার বনিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূইয়া, পৌর কাউন্সিলর সুহেল আহমদ, বাজার তদারক কমিঠির সাধারন সম্পাদক জাহির উদ্দিন, ফুল কলির মালিক ইছহাক আহমদ, আহমেদ কবির রিংকু, আমিনুর রহমান, কফিল আহমদ প্রমুখ।
Leave a Reply