ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি :: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগরে ১কেজি গাঁজা ও ১২পিস ইয়াবাসহ গোপাল চন্দ্র তালুকদার (৩৫) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মধ্যনগর থানা পুলিশ।শনিবার দিবাগত রাত ২ টার দিকে উপজেলার দক্ষিন বংশিকুন্ডা রাঙ্গামাটি গ্রামে তার নিজ ঘর থেকে তাকে আটক করা হয়।গ্রেপ্তারকৃত মাদক কারবারি গোপাল চন্দ্র তালুকদার দক্ষিন বংশিকুন্ডা ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের জোগেশ চন্দ্র তালুকদারের ছেলে।মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান উপজেলার দক্ষিন বংশিকুন্ডা ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের মাদক ব্যবসায়ী গোপাল চন্দ্র তালুকদার দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্যের রমরমা ব্যবসা চালিয়ে আসছিল। পুলিশও তাকে ধরার চেষ্টা চালিয়ে আসছিল।পরে দক্ষিন বংশিকুন্ডা ইউনিয়নের রাঙ্গামাটি তাঁর ঘর বসে গোপনে গাঁজা বিক্রি করছে- এমন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেক ১কেজি গাঁজা ও ১২পিচ ইয়াবা উদ্ধার করা হয়।পরে তাদের নামে ওই রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়েরের পর আজ রবিবার সকালে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply