শাল্লা প্রতিনিধি:: করোনা পরিস্থিতি বিবেচনায় ২০২০-২১ অর্থ বছরে বহুখাত ভিত্তিক পুষ্টি কর্ম পরিকল্পনা প্রণয়ন করা হবে। উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক ভার্চুয়াল (জুম কনফারেন্স) সভায় একথাটি বলেন শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট কমিটির সভাপতি মোঃ আল মোক্তাদির হোসেন।
সোমবার ২৭ জুলাই দুপুর ১২টায় উপজেলায় প্রথম বারের মতো জুম লিংক ব্যবহার করে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। এ ভার্চুয়াল সভায় ২৫জন সদস্য অংশগ্রহণ করেন। সাময়িক নেটওয়ার্ক সমস্যার কারণে আরো অনেক সদস্য অংশগ্রহণ করতে ব্যর্থ হন।
সভায় কমিটির সদস্য সচিব এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ কামরুল হাসানসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রধানগণ, এনজিও প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, সংবাদকর্মী, কেয়ার বাংলাদেশ কালেক্টিভ ইমপেক্ট ফর নিউট্রিশন প্রকল্পের সিনিয়র টেকনিক্যাল কো-অর্ডিনেটর মোঃ হাফিজুল ইসলাম, টেকনিক্যাল ম্যানেজার হাসানুজ্জামান ও অন্যান্য টেকনিক্যাল কর্মকর্তাগণ জুম লিংকের মাধ্যমে অংশগ্রহণ করেন।
সভায় বর্তমান করোনা পরিস্থিতিতে পুষ্টির অবস্থা উন্নয়নে সজাগ থাকা ও যৌথ প্রচেষ্টার মাধ্যমে পুষ্টি বিষয়ক গুরুত্বপূর্ণ কর্মসূচি’র অন্তর্ভূক্তি ও বাস্তবায়নের গুরুত্বারোপ করা হয়। তাছাড়া প্রতিটি ইউনিয়ন পরিষদকে এ বিষয়ে বিশেষভাবে গুরুত্বারোপে অনুরোধ জানানো হয়।
Leave a Reply