সিলেট প্রতিনিধি:: সিলেট সিটি করপোরেশন (সিসিক) ভবনের সামনের পয়েন্টকে ‘নগর চত্বর’ হিসেবে উদ্বোধন করেছেন মেয়র আরিফুল হক চৌধুরী। আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তা বদলে ‘কামরান চত্বর’ নামের সাইনবোর্ড টানিয়েছেন। এবার ‘কামরান চত্বর’ করার দাবির বিষয়টি তোলা হচ্ছে সিসিকের মাসিক সভায়। আগামীকাল মঙ্গলবার এই সভা হওয়ার কথা রয়েছে। আজ সোমবার ‘নগর চত্বর’কে ‘কামরান চত্বর’ হিসেবে সাইনবোর্ড টানানোর সময় সিসিক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আজাদুর রহমান আজাদ বলেন, ‘বদর উদ্দিন আহমদ কামরান দীর্ঘ ৩৩ বছর এই নগরবাসীর সেবায় নিয়োজিত ছিলেন। সিলেটের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি সবসময় পাশে থেকেছেন। তার নামে এই চত্বরের নামকরণ সিলেটবাসীর প্রাণের দাবি।’ তিনি বলেন, ‘‘আগামীকাল সিটি করপোরেশনের মাসিক সভা আছে। সভার এজেন্ডায় ‘কামরান চত্বর’ প্রসঙ্গটি নেই। তবে সভার বিবিধ আলোচনায় আমরা এই চত্বরের নাম চূড়ান্তভাবে ‘কামরান চত্বর’ করার প্রস্তাব রাখবো। সিসিকে আওয়ামী লীগের ১৭ জন কাউন্সিলর আছেন। সবাই জোরালোভাবে এ দাবি জানাবো। আমাদের সাথে সব কাউন্সিলর একমত হবেন বলে প্রত্যাশা করছি।’ কামরান চত্বর’ করার দাবি না মানলে আওয়ামী লীগদলীয় কাউন্সিলরগণ মাসিক সভা ‘বয়কট করবেন’ বলেও জানান আজাদ। তিনি বলেন, ‘কামরান চত্বর করার দাবিকে পাশ কাটাতে নগর চত্বর করা হয়েছে। নগর ভবনের সামনে নগর চত্বর করা অযৌক্তিক।’
কাউন্সিলর আজাদুর রহমান আজাদ ও আফতাব আহমদ বিষয়টি নিয়ে মেয়রের সাথে কথা বলার আশ্বাস দিলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কর্মসূচি স্থগিত করেন।
এ সময় অন্যান্যের মধ্যে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সিসিক কাউন্সিলর আফতাব হোসেন খান, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু প্রমুখ উপস্থিত ছিলেন।
সিসিকের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরান করোনায় আক্রান্ত হয়ে গত ১৫ জুন মারা যান। মৃত্যুর পর তাঁর স্মৃতিকে ধরে রাখতে ‘কিছু একটা করার’ দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। নগর ভবনের সামনের পয়েন্টকে ‘কামরান চত্বর’ করার দাবি জানান আওয়ামী লীগ নেতাকর্মীরা। সিসিক মেয়র আরিফও কামরানের স্মৃতিকে ধরে রাখতে উদ্যোগ নেওয়ার আশ্বাস প্রদান করেন।
এরকম অবস্থার মধ্যে নগর ভবনের সামনের পয়েন্টকে কাল রবিবার সন্ধ্যার পর ‘নগর চত্বর’ হিসেবে উদ্বোধন করেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। নগরীর সৌন্দর্যবর্ধন প্রকল্পের আওতায় এই চত্বর নির্মাণ করা হয়েছে।
Leave a Reply