ডেস্ক রিপোর্ট :: পা’কিস্তানের লাহোরে একটি গুরুদোয়ারাকে ম’সজিদ বানানোয় ক্ষেপলো ভা’র গুরুদোয়ারাকে ম’সজিদে রূপান্তরিত করায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ভা’রত। ভা’রতের পররাষ্ট্র মুখপাত্র জানিয়েছেন, পা’কিস্তানকে সে দেশের সংখ্যালঘুদের অধিকার, নিরাপত্তা রক্ষার দাবি জানিয়েছে ভা’রত। তাদের ধ’র্মীয় ঐতিহ্য রক্ষার দাবিও জানায় ভা’রত।
Leave a Reply