সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জ পৌরসভার বুলচান্দ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রয়াত সভাপতি আবেদ মাহমুদ চৌধুরীর মৃত্যু জনিত কারণে ম্যানেজিং কমিটির সভাপতি পদে পুনরায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অশোক রঞ্জন পুরকায়স্থ সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বিকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অশোক রঞ্জন পুরকায়স্থ উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান এবং প্রয়াত সভাপতি আবেদ মাহমুদ চৌধুরীর মৃত্যুতে শোক জ্ঞাপন করা হয়।
পরে পুনরায় সভাপতি পদের জন্য মো.কামরুজ্জামানের নাম প্রস্তাব করা হয়। কিন্তু কামরুজ্জামান ছাড়া আর কোন সভাপতি পদের কারো নাম প্রস্তাবে না আসায় উক্ত প্রস্তাবে সকল সদস্য সর্মথন করে একমত প্রকাশ করেন।
পরে সবার সর্বসম্মতি ক্রমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অশোক রঞ্জন পুরকায়স্থ মো.কামরুজ্জামানকে সভাপতি ঘোষণা করেন।
এসময় উপস্থিত ছিলেন, অভিভাবক সদস্য মো.জমির আলী, মো.কপিল উদ্দিন, ফরহাদ রাজা চৌধুরী, শিক্ষক প্রতিনিধি মো.রুহুল আমিন, মৌফিদা হাসান, মহিলা শিক্ষক প্রতিনিধি সাবিত্রী ভট্রাচার্য প্রমুখ।
Leave a Reply