জগন্নাথপুর অফিস :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ফেসবুক স্ট্যাটার্সকে কেন্দ্র করে দু-পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। জানাযায়, উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর আগুনকোনা গ্রামের মাওলানা সৈয়দ ফয়জুল হকের ছেলে সৈয়দ সাইদুল হকের নাম উল্লেখ করে বুধরাইল গ্রামের শেখ তামিম আহমদ ও রুকেছ আহমেদ ছামী তাদের নিজ ফেসবুক আইডি থেকে শনিবার অশালিন ভাষায় গালিগালাজ করে স্ট্যাটার্স দেয়া হয়। আজ রবিবার বিকেল ৩টায় সৈয়দ সাইদুল হক সৈয়দপুর বাজারে গেলে প্রতিপক্ষ শেখ ছালেহ আহমদ ছোট মিয়ার লোকজন অশালিন ভাষায় গালিগালাজ শুরু করলে উভয়ের মধ্যে বাজারে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় সৈয়দপুর বাজারে ৫রাউন্ড গুলি বর্ষনের ঘটনা ঘটেছে বলে প্রত্যেক্ষদর্শীরা জানিয়েছেন। সৈয়দপুর বাজারে উত্তেজনা ও গুলি বর্ষনের ঘটনায় বাজারের ব্যবসায়ীসহ জনসাধারন আত্মরক্ষার্থে দিক-বেদিক ছুটাছুটি করে থাকেন। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। এদিকে সৈয়দপুর গ্রামের সৈয়দ সাইদুল হক জানান, শনিবার আমার নামে শেখ ছালেহ আহমদ ছোট মিয়ার পক্ষের লোক বুধরাইল গ্রামের শেখ তামিম আহমদ ও রুকেছ আহমেদ ছামী তাদের ফেসবুকে আমার নাম উল্লেখ করে বিভিন্ন অশালিন পোষ্ট দেয়। আজ রবিবার আমি বাজারে গেলে আমাকে উদ্দেশ্যে করে শেখ ছালেহ আহমদ ছোট মিয়ার লোকজন গালাগালি সহ অশালিন আচরণ করে। বাজার তাদের নিকটে হওয়ার কারনে বিভিন্ন সময় বাজারে আধিপত্য বিস্তার করতে চায়। এদিকে শেখ ছালেহ আহমদ ছোট মিয়ার মোবাইল ফোনে যোগাযোগ করেও তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। উল্লেখ্য, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো: আবুল হাসান ও শেখ ছালেহ আহমদ ছোট মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। বিভিন্ন সময় দু-পক্ষের মধ্যে উত্তেজনা সহ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী জানিয়েছে।
Leave a Reply