জগন্নাথপুর অফিস:: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি গ্রামের ব্যাবসায়ী রাফিক মিয়া ৪০ নামের এক ব্যাক্তি হামলা ও চিন্তাইয়ের শিকার হয়েছেন। সরজমিনে বালিকান্দি গ্রামের মৃত্যু ওয়াব আলীর ছেলে ব্যাবসায়ী হামলা ও চিন্তাইয়ের শিকার রাফিক মিয়া জানান গত ৩১-৭-২০ ইং তার ৯টার সময় আমি প্রতিদিনের মত আমার ব্যাবসা বন্দ করে বাড়ির উদ্দেশ্যে রোয়ানা হয়ে আমাদের ইউনিয়ন অফিসের সামনে আসা মাত্র সাইফুল মিয়া, সাদিক মিয়া, ফাহিম মিয়া সহ ৪ থেকে ৫ জন মিলে আমার উপর হকিস্ট্রিক রুল দিয়ে অর্তকিত হামলা করে এবং আমার পকেটে থাকা ব্যাবসার ৪০ হাজার টাকা চিনিয়ে নেয়। আমার চিৎকার শুনে আশপাশের লোক জন এসে আহত অবস্থায় আমাকে জগন্নাথ পুর সাস্থ্য কমপ্লেক্সে বর্তি করেন।
Leave a Reply