ছাতক প্রতিনিধি: ছাতকে সততা, শিক্ষা, একতা স্লোগানে ২০১৩ সালের ০১ জুন প্রতিষ্ঠিত সামাজিক বন্ধু সংগঠন ছাতক একতা ফ্রেন্ডস্টাফের ২০২০-২০২১ সেশনের কার্যকরী কমিটির অভিষেক অনুষ্টান ও একতা শিল্পী গোষ্টী’র যৌত অায়োজনে ঈদ পূর্ণমিলনী অনুষ্টান শহরের স্হানীয় হল রুমে সম্পন্ন হয়েছে। ৪ অাগষ্ট মঙ্গলবার বিকাল ৪টায় ছাতক একতা ফ্রেন্ডস্টাফের সভাপতি তানভীর হাসান জাহেদের সভাপতিত্বে ও একতা শিল্পী গোষ্টী’র পরিচালক মো. ইমরান হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক একতা ফ্রেন্ডস্টাফের প্রতিষ্টাতা সভাপতি ও একতা শিল্পী গোষ্টী’র প্রধান উপদেষ্টা সাংবাদিক তানভীর অাহমদ জাকির।
অভিষেক ও ঈদ পূর্ণমিলনী অনুষ্টানে উপস্হিত ছিলেন একতা শিল্পী গোষ্টী’র সহকারী পরিচালক মো. জয়নাল অাবেদীন, ছাতক একতা ফ্রেন্ডস্টাফের সাধারণ সম্পাদক মো: আল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক শাহিন আল হাসান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক
শাহরিয়ার সালমান, অর্থ সম্পাদক মো. আলী হোসেন, প্রচার সম্পাদক রিপন আহমদ আরশীল, দপ্তর সম্পাদক বুরহান উদ্দিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আরিয়ান আহমদ হুসাইন, সমাজ কল্যান সম্পাদক আশিকুল ইসলাম জুয়েল,
প্রকাশনা সম্পাদক মো: রুবেল আহমদ, ক্রিড়া সম্পাদক জাকির আহমদ, সাহিত্য সম্পাদক কাওছার আহমদ, একতা শিল্পী গোষ্টী’র কার্যকরী পরিষদের সদস্য কাওসার অাহমদ প্রমুখ। অভিষেক ও ঈদ পূর্ণমিলনী অনুষ্টানের শুরুতে মহাগ্রন্হ অাল কোরঅান থেকে তেলাওয়াত করেন একতা শিল্পী গোষ্টী’র কার্যকরী পরিষদের সদস্য কাওসার অাহমদ, ইসলামী সংগীত পরিবেশন করেন একতা শিল্পী গোষ্টী’র পরিচালক ইসলামী সংগীত শিল্পী মো. ইমরান হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক তানভীর অাহমদ জাকির বলেন, বর্তমান সময়ে একটি অাদর্শ সমাজ গঠন করতে হলে প্রথমে প্রয়োজন সততা ও শিক্ষা। এই দু’টি গুন ছাতক একতা ফ্রেন্ডস্টাফ ও একতা শিল্পী গোষ্টী’র সকল দায়িত্বশীলের রয়েছে। সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের একজন দায়িত্বশীল হিসাবে সমাজের অসহায় মানুষের পাশে দাড়ানো, মেধাবীদের সংবর্ধনার মাধ্যমে সঠিক মূল্যায়ন করা, দরিদ্র ছাত্র-ছাত্রীদের অর্থনৈতিক সহযোগীতা করা, মেধা বিকাশের জন্য কুইজ প্রতিযোগীতা করা, সমাজের প্রতিটি অন্যায়ের প্রতিবাদ করা, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গড়ার চেষ্টা করা, মানুষের প্রতি ভ্রাতৃত্ববোধ প্রতিষ্টা করা, ধনী-গরীবের পার্থক্য না করা, সবাইকে তার কর্মের দ্বারা মূল্যায়ন করা, প্রতিটি পেশাকে সঠিক সম্মান দেওয়া সহ সমাজে বসবাসরত প্রতিভাদের খুঁজে বের করে সঠিক ভাবে মূল্যায়ন করতেই দু’টি সংগঠনের পদযাত্রা। ছাতক উপজেলার সব পেশাজীবী ও সচেতন নাগরীকদের কাছে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য এবং কর্মসূচি তুলে ধরে বাস্তবে তা রূপান্তর করতে সবার প্রতি অাহ্বান জানান সাংবাদিক তানভীর অাহমদ জাকির।
Leave a Reply