জগন্নাথপুর অফিস::
উলামা ঐক্য পরিষদ কলকলিয়া ইউনিয়ন পুনর্গঠন উপলক্ষে এক সাধারণ সভা গতকাল ২রা আগষ্ট রবিবার বিকাল ৫.৩০টায় স্থানীয় মোহাম্মদ গন্জ বাজারে হা.মাওলানা আব্দুস সামাদ এর সভাপতিত্বে মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
শুরুতে মহাগ্রন্থ আল-কোরআন থেকে তেলাওয়াত করেন হা. জাক্বওয়ান আহমদ,ইসলামী নাশীদ পরিবেশন করেন দাবানল শিল্পী গোষ্ঠীর অন্যতম শিল্পী হা.রেজাউল করীম,
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিষদের অন্যতম উপদেষ্টা মাওলানা হারুনুর রশীদ আজহারী,বক্তব্য রাখেন উপদেষ্টা শামসুল ইসলাম, মাওলানা মুতিউর রহমান, মাওলানা মাহফুজুল আলম শামরান,মাওলানা নুর হুসাইন জিলানী প্রমুখ,
সভায় গোপন ব্যালটের মাধ্যমে ২০২০-২০২২শেসনের জন্য হাফিজ মাওলানা আব্দুস সামাদ কে সভাপতি, মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার কে সেক্রেটারি, হা.মাওলানা মুহিউদ্দীন কে সাংগঠনিক সম্পাদক করে ৫৫ সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীল গণ হলেন
নির্বাহী সভাপতি মাওলানা মুতিউর রহমান,
সহ সভাপতি মাও. জিয়া উদ্দিন ইউসুফ,
সহ সভাপতি হা.মাও.মাহফুজুল আলম শামরান,
সহ সভাপতি মাও. নুর হুসাইন জিলানী,
সহ সভাপতি মাও. তোফায়েল আহমেদ,
সহ সেক্রেটারি মাও.শাহিনুর রহমান শাহীন,
সহ সেক্রেটারি হা.মাও.রেজাউল করীম,
সহ সাংগঠনিক সম্পাদক মাও.তাজুল ইসলাম,
অর্থ সম্পাদক হা. হেলাল আহমদ,
সহ অর্থ সম্পাদক হা.মাও.ফয়েজ আহমদ, প্রচার সম্পাদক মাওলানা বায়জিদ আহমদ,
সহ প্রচার সম্পাদক মাও. আতাউর রহমান,
প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জাহিদুল ইসলাম,
সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জুনায়েদ আহমদ রাহাত,অফিস সম্পাদক মাওলানা আলীনুর,
সহ অফিস সম্পাদক আবু তালহা
পাঠাগার সম্পাদক মাহমুদুল আলম তারেক
সহ মাওলানা নুরুল ইসলাম, সমাজ কল্যান সম্পাদক আফ্ফান খান,সহ মাও. সামির উদ্দীন, ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক মাওলানা আল আমীন, সহ মাওলানা আব্দুল হাফিজ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা ইব্রাহীম আলী,সহ হা. আমীন উদ্দীন, ছাত্র কল্যান সম্পাদক মাওলানা জাকারিয়া আহমদ,সহ হাফিজ আলি রাজা, সাহিত্য সম্পাদক মাওলানা মাজহারুল আলম, সদস্য হা,মাওলানা সিহাব উদ্দিন, হা.এহিয়া আহমদ,মাওলানা কাউসার আলম তবির প্রমুখ।
Leave a Reply