মিঠু মিয়া ধর্মপাশা থেকে:: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইর-রাজাপু উত্তর ইউনিয়নের বাবুপুর পশ্চিমপাড়া গ্রামে আজ শুক্রবার সকালে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে এক নারীসহ কমপক্ষে ১০ জন গুরুতর আহত হয়েছে। আহতদেরকে ধর্মপাশা ও জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদশর্ী সূত্রে জানা গেছে, উপজেলার বাবুপুর পশ্চিমপাড়া গ্রামের রফিকুল আলম চৌধুরী তা্র বাড়ির পাশের ১০ শতক বোরো জমি ৩০ হাজার টাকা মূল্য নির্ধারন করে নগদ ১৫ হাজার টাকা নিয়ে একটি বায়নাপত্র দলিলের মাধ্যমে গত প্রায় এক বছর আগে একই গ্রামের তাজুল ইসলামের কাছে বিক্রি করেন। আর তখন থেকেই ওই জমি তাজুল ইসলামই ভোগ দখল করে আসছেন। বৃহস্পতিবার রাতে উক্ত জমিটি সাফ-কাওলা দলিল করে দেওয়ার জন্য জমির আসল মালিককে তাগিদ দেন তাজুল। এসময় আরো কয়েকদিন পর তাজুলকে ওই জমিটি সাফ-কাওলা দলিল করে দিবেন বলে জানান জমির মূল মালিক রফিকুল আলম চৌধুরী। এ নিয়ে তখন তারা দুই জনের মধ্যে বাক-বিতন্ডা হয়। এরই জের ধরে শুক্রবার সকালে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে প্রতিপক্ষের ধারালো অস্ত্র, লাঠিসোটা ও ইট-পাটকেলের আঘাতে এক নারীসহ কমপক্ষে ১০ জন গুরুতর আহত হন।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় শুক্রবার দুপুরে দুই পক্ষই থানায় পৃথক দুইটি অভিযোগ দায়ের করেছে। তবে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে
Leave a Reply