তাওহিদুল হক:: সুনামগঞ্জের জগন্নাথপুরে ট্রাক ছাপায় এক কিশোর আহত হয়েছে। সে জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই গ্রামের হতদরিদ্র গনি মিয়ার ছেলে। এলাকাবাসী জানান হতভাগা হৃদয় বাড়ি যাওয়ার সময় দ্রূত গামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে জগন্নাথপুর-রাণীগঞ্জ রোডস্থ পৌর শহরের হবিবনগর এলাকায় হৃদয় (১৮) কে ছাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা হৃদয় কে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকৎসক তাকে আশঙ্কা জনক অবস্থায় সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরন করে। পরিবার সূত্রে জানাযায় আহত হৃদয়ের অস্থা আশঙ্কা জনক। পরে ঘাতক ট্রাক চালক কে আটক করতে এলাকাবাসী মোটরসাইক যোগে তার পিছু দাওয়া করলে রাণীগঞ্জ ইউনিয়নের আছিমপুর এলাকায় ট্রাকটি রেখে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্ঠা করলে জনতা ট্রাক চালক সফর আলী(৩০) কে আটক করে থানা পুলিশে সুপর্দ করেন। ট্রাক চালক সফর আলী উপজেলার মিরপুর ইউনিয়নের ফজর আলীর ছেলে।
Leave a Reply